দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় একটি সোনার খনিতে ধস হয়েছে। এতে মৃত্যু হয়েছে কমপক্ষে ২৩ জনের। বেআইনিভাবে পরিচালিত সোনার খনিতে ওই সময় বহু শ্রমিক কাজ করছিল বলে ধারণা করা হচ্ছে।
বুধবার স্থানীয় কর্মকর্তা ইওরগি আর্কিনিয়া এ কথা জানান। এর আগে, স্থানীয় সময় মঙ্গলবার দেশটির বলিভার রাজ্যের জঙ্গলে বুল্লা লোকা নামে পরিচিত উন্মুক্ত ওই সোনার খনিতে মাটির দেয়াল ধসে এ দুর্ঘটনা ঘটে।
বেসামরিক সুরক্ষা উপমন্ত্রী কার্লোস পেরেজ অ্যাম্পুয়েদা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছেন। তিনি ঘটনায় হতাহতের সংখ্যাকে ‘অনেক বড় অঙ্ক’ বলে উল্লেখ করেছেন। তবে তিনি সংখ্যা উল্লেখ করেননি।
ভিডিওটিতে দেখানো হয়েছে, একটি উন্মুক্ত খনির অগভীর পানিতে কর্মরত লোকদের ওপর ধীরে ধীরে মাটির একটি প্রাচীর ভেঙ্গে পড়ছে। এ সময় অনেক শ্রমিক সেখান থেকে পালাতে সক্ষম হয়। অনেকে মাটির দেয়ালের নিচে চাপা পড়েন।
কর্মকর্তাদের মতে, দুর্ঘটনার সময় ওই খনিটিতে অন্তত ২০০ শ্রমিক কাজ করছিলেন। সেখানে নিকটতম শহর লা প্যারাগুয়া থেকে সাত ঘণ্টা নৌকায় করে যাওয়া যায়।