সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১:৪৪ অপরাহ্ন

মানুষের ধৈর্যের সীমা অতিক্রম করেছে: নজরুল ইসলাম খান

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ৪৬ বার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘দেশে গণতন্ত্র নেই, মানুষের ভোটাধিকার নেই, নিরাপদে বেঁচে থাকার অধিকার নেই। অন্যদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের মানুষের নাভিশ্বাস চলছে। এখন তাদের ধৈর্যের সীমা অতিক্রম করেছে। অথচ সরকারের মন্ত্রীরা নির্বোধের মত কথা বলছেন।’

আজ শনিবার রাজধানীর রূপনগর ও পল্লবী এলাকার ২ ও ৯১ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। মহানগর উত্তর বিএনপির অন্তর্গত ৭১টি ওয়ার্ডের মধ্যে এদিন আটটি ওয়ার্ডে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নজরুল ইসলাম খান বলেন, ‘জনগণের ভোটের অধিকার প্রয়োগের সুযোগ থাকলে ক্ষমতাসীনদের দেখিয়ে দিত। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিরোধী নেতাকর্মীদের কারাগারে রেখে ডামি প্রার্থী আর ডামি ভোটারদের দিয়ে নির্বাচন করে সরকার গঠন করেছে এই আওয়ামী লীগ। যারা গরীব মানুষের সম্পদ লুট করে পাচার করেছে জনগণ তাদের ক্ষমা করবে না। বিএনপির আন্দোলন চলছে। জনগণের অধিকার আদায়ের আন্দোলন বিজয় আসবেই। এই ডামি সরকারের বিরুদ্ধে বিএনপির লড়াই অব্যাহত থাকবে। জনরোষে পতন হবে ক্ষমতাসীনদের।’

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেন, ‘স্বাধীনতার ৫০ বছর পর আজও ভোট ও ভাতের অধিকারের জন্য যুদ্ধ করতে হচ্ছে। বিগত ৭ জানুয়ারির নির্বাচন ছিল ডামি নির্বাচন। দেশের মানুষ দেখেছে ২ শতাংশ মানুষও এ নির্বাচনে ভোট দিতে কেন্দ্রে যায়নি। এমনকি আওয়ামী লীগের লোকজনও ভোট দেয়নি। এ নির্বাচন পৃথিবীর কারও কাছেই গ্রহণযোগ্য হয়নি। এ নির্বাচন দেশ ও সারা বিশ্বের মানুষ প্রত্যাখ্যান করেছে।’

ইফতার মাহফিলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ড. ফরহাদ হালিম ডোনার, যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, আতাউর রহমান চেয়ারম্যান, আক্তার হোসেনসহ সংগঠন ও থানা ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com