বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে পাঁচজনের এবং আক্রান্ত হয়েছেন ৪১৮ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৪৫ জনে এবং আক্রান্ত ৫৪১৬ জন।
আজ রোববার দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা।
তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৬৮০টি, পরীক্ষা করা হয়েছে ৩৪৭৬টি।
মারা যাওয়া ব্যক্তিদের সম্পর্কে জানানো হয়, পাঁচজনের মধ্যে তিনজন পুরুষ ও দুইজন নারী। এদের মধ্যে ঢাকার চারজন এবং একজন ঢাকার পার্শ্ববর্তী ঢাকার দোহারের।
মারা যাওয়া ব্যক্তিদের বয়স সম্পর্কে জানানো হয়, এদের মধ্যে একটি শিশুও রয়েছে। এছাড়া ষাটোর্ধ্ব একজন ও ৫১ থেকে ৬০ বছরের মধ্যে বাকি তিনজন।
৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ার কথা জানায় সরকার।
১৮ মার্চ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে প্রথম ব্যক্তির মৃত্যু হয়।