সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৭:৫৭ পূর্বাহ্ন

ডোনাল্ড লু প্রসঙ্গে বেশি কথা বলতে চান না মির্জা ফখরুল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ৪৪ বার

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র ঢাকা সফর বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের জনগণ কারো ওপর নির্ভর করে তাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনবে এটা আমরা মনে করি না। বাংলাদেশের জনগণ নিজেরদের শক্তি দিয়ে নিজেদের পায়ের ওপর ভর করে ৭০ সালের পূর্বেও আন্দোলন সংগ্রাম করেছে। ৭১ সালে মুক্তিযুদ্ধ করেছে। পরবর্তীতে আমরাও জনগণের ওপর ভর করে আন্দোলন সংগ্রাম করছি। সুতরাং এটা নিয়ে আমরা বেশি কথা বলতে চাই না।

সরকার বিরোধী আগামী কর্মসূচি নিয়ে মিত্র দলগুলোর সাথে বৈঠকের অংশ হিসেবে গণঅধিকার পরিষদ একাংশের সাথে মঙ্গলবার বিকেল পৌনে ৫টায় বৈঠক করেন বিএনপি নেতারা। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জাবাবে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সার্বিক বিষয় নিয়ে আমাদের বিশ্লেষণ হয়েছে। চলমান গণতান্ত্রিক আন্দোলনের জন্য কি ধরনের কর্মসূচিতে দেয়া যায় সেটা নিয়ে আমরা প্রাথমিক আলোচনা করেছি।

গণধিকার পরিষদের তরুণ নেতারা আগামী আন্দোলন সংগ্রামী তাদের ভূমিকা অক্ষুন্ন রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন মির্জা ফখরুল।

শুরু হওয়া ওই বৈঠকে বিএনপির পক্ষে আরো ছিলেন ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু অংশ নিয়েছেন। অন্যদিকে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খান প্রমুখ বৈঠকে অংশ নেন।

গণ অধিকার পরিষদের সাথে বৈঠক শেষ হলে গণতান্ত্রিক বাম ঐক্যের সাথে বৈঠক শুরু হয়। এতে গণতান্ত্রিক বাম ঐক্যের নেতাদের মধ্যে সোস্যাল ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদ, প্রগতিশীল গণতান্ত্রিক পার্টি মহাসচিব হারুন আল রশিদ খান, সমাজ মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড ডা. সামছুল আলম, সাম্যবাদী দল সাধারণ সম্পাদক কমরেড হারুন চৌধুরী। বিএনপি ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com