গাজা যুদ্ধবিরতি আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন এক মার্কিন সিনিয়র কর্মকর্তা। তিনি বুধবার (২৫ জুলাই) এই কথা জানান।
মার্কিন কর্মকর্তা বলেন, গাজা যুদ্ধে বন্দিবিনিময় ও যুদ্ধবিরতি চুক্তি আলোচনার শেষ পর্যায়ে রয়েছে বলে মনে হচ্ছে। বৃহস্পতিবার অবশিষ্ট ফাঁক নিয়ে আলোচনা করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
তিনি আরো বলেন, অবশিষ্ট যে বাধাগুলো রয়েছে, তা দূর করা সম্ভব। এ সময় আগামী সপ্তাহে ইসরাইল-হামাসের বৈঠক হবে বলেও তিনি উল্লেখ করেন।
হামাস এবং অন্যান্য যোদ্ধারা এখনো ১২০ জনকে বন্দী করে রেখেছে। ইসরাইল বিশ্বাস করে যে তাদের প্রায় এক তৃতীয়াংশ মারা গেছে।
কয়েক মাস ধরে থেমে থেমে শুরু হওয়া আলোচনা বাকি বন্দীদের কিছু মুক্তি পাওয়ার জন্য একটি চুক্তি তৈরি করতে ব্যর্থ হয়েছে।
সূত্র : আল জাজিরা