ভারতের কেরালা রাজ্যে ভয়াবহ ভূমিধস হয়েছে। এতে শত শত মানুষ হতাহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
আজ মঙ্গলবার এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, মেপ্পেদির পাহাড়ি এলাকায় ভূমিধস ঘটেছে। উপদ্রুত এলাকায় ইতোমধ্যে উদ্ধার তৎপরতা শুরু করেছে কেরালা রাজ্য সরকারের অধীন দুর্যোগ মোকাবিলা সংস্থা কেরালা স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (কেসিডিএমএ)। এছাড়া কেরালা পুলিশের এলিট ফোর্স কান্নুর ডিফেন্স সিকিউরিটি কর্পসের দুটি ইউনিট উদ্ধার কাজ শুরু করেছে। এর মধ্যে মাটির নিচ থেকে ৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, উপদ্রুত এলাকায় শত শত মানুষ আটকা পড়েছেন। অন্যদিকে কেসিডিএমএর কর্মকর্তারা জানিয়েছেন, মেপ্পেদিতে ভারী বর্ষণের কারণে বাধাগ্রস্ত হচ্ছে।