রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:৩১ অপরাহ্ন

ওবায়দুল হাসান প্রধান বিচারপতি হিসেবে আচরণবিধি লঙ্ঘন করেছিলেন: আসিফ নজরুল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ৩৬ বার

সদ্য বিদায়ী ওবায়দুল হাসান প্রধান বিচারপতি হিসেবে আচরণবিধি লঙ্ঘন করেছিলেন বলে মন্তব্য করেছেন অন্তবর্তীকালীন সরকারের আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল। আজ শনিবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আসিফ নজরুল বলেন, ‘ছাত্র-জনতার একটি স্ট্যাটাস দেখেছি আমি। সেখানে আসিফ মাহমুদ বলেছেন, প্রধান বিচারপতি কোনো আলোচনা না করে ফুল কোর্ট মিটিং আহ্বান করেছেন। মনে করা হচ্ছে স্বৈরাচারী সরকারের পরাজিত যে শক্তি, তাদের পক্ষের একটি মুখ এই প্রধান বিচারপতি।’

তিনি বলেন, ‘এখন সুপ্রিম কোর্টে যে প্রধান বিচারপতি রয়েছেন (পরে পদত্যাগ করেছেন) তিনি একটি ফুলকোর্ট মিটিং ডেকেছিলেন। আরেকটি বিষয় ছিল খুব দুঃখজনক। তিনি প্রধান বিচারপতি হওয়ার পর ছাত্রলীগের কাছ থেকে ফুলের শুভেচ্ছা নিয়েছিলেন। এটা আমার কাছে মনে হয়েছে আচরণবিধি লঙ্ঘন। এটা খুব ভালো একটা ইম্প্রেশন দেয় না। ডিবির হারুনকে (ডিএমপি ডিবির তৎকালীন কর্মকর্তা হারুন অর রশীদ) নিয়ে নানা প্রশ্ন রয়েছে। প্রধান বিচারপতি তার কাছ থেকেও স্বর্ণের তরবারি উপহার নিয়েছিলেন।’

আসিফ নজরুল বলেন, ‘আওয়ামী লীগের নেতারা বিদেশে গেলে তার (প্রধান বিচারপতির) বাসায় থাকেন। এসব বিষয়ে তো তাকে নিয়ে অনেক বিতর্ক ছিল। আন্দোলন চলাকালে তিনি মন্তব্য করেছিলেন, ‘‘এত কীসের আন্দোলন?’’। ছাত্র জনতার পক্ষ থেকে তার পদত্যাগের দাবি উঠেছিল। আজকে বোধহয় সেটা আবারও বলা হয়েছে, যেহেতু তিনি ফুলকোর্টের মিটিং ডেকেছেন।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com