নেত্রকোনার কলমাকান্দায় ছাত্রদল নেতার গুদাম থেকে সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় কম্বল ও সিগারেট ফিল্টার জব্দ করেছে যৌথবাহিনী। গতকাল মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার রংছাতি ইউনিয়ন ছাত্রদলের সভাপতির গুদামঘর থেকে এসব মালামাল জব্দ করা হয়। তবে এই অভিযানে কাউকে আটক করা যায়নি।
জব্দ মালামালের মধ্যে রয়েছে ভারতীয় ৩৩১টি কম্বল ও ১ লাখ ৪০ হাজার সিগারেটের ফিল্টার। এসবের আনুমানিক মূল্য ১৭ লাখ ৪৮ হাজার ৫০০ টাকা।
ছাত্রদল নেতা এরশাদুর রহমানের বাড়ি উপজেলার রংছাতি ইউনিয়নের মুন্সিপুর গ্রামে।
নেত্রকোনা সেনাবাহিনীর ক্যাম্পের মেজর জিসানুল হায়দার জানান, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে কলমাকান্দা ক্যাম্প ক্যাপ্টেন মো. আসিফ প্রামাণিক নুহাসের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে উপজেলার রংছাতি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. এরশাদুর রহমান বিদ্যুতের মুন্সিপুর গ্রামের গুদাম থেকে ৩৩১ পিস কম্বল ও ১ লাখ ৪০ হাজার পিস সিগারেটের ফিল্টার জব্দ করা হয়। জব্দ কম্বল ও সিগারেট ফিল্টারের মূল্য ১৭ লাখ ৪৮ হাজার ৫০০ টাকা। তবে অভিযানে চোরাকারবারির কাউকে আটক করতে পারেনি যৌথবাহিনী। জব্দ করা এসব মালামাল বিজিবির কাছে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।
এদিকে, চোরাচালানের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে রংছাতি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বিদ্যুতকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।