আমের ক্যারেটে করে ফেনসিডিল চালান পাচারের সময় সাদ্দাম হোসেন (২২) ও নাসিমা আক্তার (৩৫) নামে দুজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)। গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের এফ ব্লক মাদরাসা রোডের আজিজ মহল্লায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের কাছ থেকে বিশেষ কৌশলে আমের ক্যারেটে প্যাক করা অবস্থায় ১৫০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
র্যাব-২ এর কোম্পানি কমান্ডার মেজর এইচ এম পারভেজ আরেফিন বলেন, ‘আটককৃতরা অনেকদিন ধরে ফেনসিডিলের ব্যবসা করে আসছে। আগেও নাসিমা আক্তারের নামে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছিল। তারা আমের ক্যারেটের ভেতরে করে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে পেপার দিয়ে মুড়িয়ে ভেতরে ফেনসিডিল আনা এবং বিভিন্ন কাস্টমারের চাহিদা অনুযায়ী তাদের কাছে পৌঁছানোর মাধ্যম হিসেবে কাজ করে।’
তিনি বলেন, ‘তারা একটি সিএনজিতে করে আমের ক্যারেটগুলো নিয়ে যাচ্ছিল। যাওয়ার পথে আজিজ মহল্লার মাদ্রাসা রোড থেকে ফেনসিডিলসহ তাদেরকে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।