সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

নতুন জল্পনায় নোরার ব্যক্তিজীবন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ২৮ বার

বলিউডের ড্যান্সিং কুইন নোরা ফাতেহির ব্যক্তিগত জীবন নিয়ে এবার নতুন জল্পনা। শোনা যাচ্ছে, এক ফুটবলারের প্রেমে নাকি হাবুডুবু খাচ্ছেন এই গ্ল্যামার গার্ল! শুধু তাই নয়, সেই ফুটবলারের সঙ্গে নাকি একাধিকবার ডেটিংও করেছেন তিনি। নোরার একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরেই শুরু হয়েছে জোর চর্চা—যা দেখে অনেক পুরুষ অনুরাগীর মন ভেঙেছে বলেই গুঞ্জন।

সম্প্রতি আফ্রিকা কাপ অফ নেশনস-এর একটি ম্যাচ দেখার জন্য মরক্কো গিয়েছিলেন নোরা। প্রথম নজরে বিষয়টি স্বাভাবিক মনে হলেও, ভেতরে ভেতরে গল্পটা নাকি অন্যরকম। জল্পনা বলছে, ফুটবল ম্যাচ ছিল নিছকই বাহানা আসল টান ছিল প্রেমের!

খবর অনুযায়ী, নোরার ‘বিশেষ মানুষ’ সেই ম্যাচেই মাঠে খেলেছিলেন। এমনকি ম্যাচের আগেও দুবাই ও মরক্কোয় একাধিকবার তাঁদের দেখা-সাক্ষাৎ হয়েছে বলেও দাবি করা হচ্ছে।তবে কে সেই রহস্যময় ফুটবলার—তা এখনো জানা যায়নি। নোরা কিংবা সেই ফুটবলার, দুজনেই এই বিষয়ে সম্পূর্ণ নীরব। ফলে পরিচয় থেকে শুরু করে অভিসার—সবই আপাতত রয়ে গেছে জল্পনার আড়ালে।

উল্লেখ্য, আফকনের প্রথম ম্যাচে কোমোরোসকে ২-০ গোলে হারিয়েছিল মরক্কো। সেই ম্যাচেই গ্যালারিতে লাল পোশাকে নোরাকে দেখা যায়, যা আরও আগুনে ঘি ঢালে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com