সৌদি আরবের রাজধানী রিয়াদে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ফারহানা হক তানিয়া (৩৬) নামে এক প্রবাসী বাংলাদেশি চিকিৎসকের মৃত্যুর হয়েছে। এটি সৌদি আরবে প্রথম কোনো বাংলাদেশি নারী চিকিৎসকের মৃত্যু।
ফারহানা হক তানিয়া রাজধানী রিয়াদে বাথা শিফ আল- জারিফা নামে বেসরকারি ক্লিনিকে কর্মরত ছিলেন। তিনি একই ক্লিনিকের জেনারেল ফিজিশিয়ান এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা ডা. মোহাম্মদ ইশতিয়াক আহমেদের স্ত্রী বলে জানা গেছে।
চট্টগ্রাম ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (ইউএসটিসির) অষ্টম ব্যাচের শিক্ষার্থী ছিলেন তানিয়া।
খোঁজ নিয়ে জানা যায়, ডা. ফরহানা হক তানিয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় তিন সপ্তাহ রিয়াদ সোমাইচি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। গতকাল মঙ্গলবার (৩০) জুন স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় এই চিকিৎসকের মৃত্যু হয়।
সৌদি আরবে প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৬ জন চিকিৎসকসহ মোট ৫০০ প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে।
সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যমতে, বুধবার সকাল পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯০ হাজার ৮২৩ জন। এখন পর্যন্ত ১ হাজার ৬৪৯ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়ে ফিরেছেন ১ লাখ ৩০ হাজার ৭৬৬ জন।