ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় মাদক মামলার আসামি ধরতে গিয়ে এক এএসআই ছুরিকাঘাতে নিহত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলের এ ঘটনায় আরেক এএসআই আহত হন। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার চাঁনপুর বাজার এলাকায়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে ৫টার দিকে সদর থানার এএসআই আমির হোসেন (৩৫) ও এএসআই মনি শংকর চাকমা (৩৪) গ্রেপ্তারি পরোয়ানার আসামি চানঁপুর বগাহাটি গ্রামের মুসা মিয়ার ছেলে মামুনকে ধরতে যায়। সদর উপজেলা মাছিহাতা ইউনিয়নের পাঘাচং গ্রামের চাঁনপুর মাছ বাজারে মাদক মামলার আসামি মামুনকে খোঁজ করতে থাকে। এ সময় মামুন ধারালো অস্ত্র দিয়ে এএসআই আমির হোসেনের বুকে আঘাত করে পালিয়ে যায়।
স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার আনিসুর রহমানসহ জেলার শীর্ষ পুলিশ কর্মকর্তারা জেলা সদর হাসপাতালে ছুটে আসেন।
পুলিশ সুপার আনিসুর রহমান জানান, মাদক মামলার আসামির খোঁজ নেওয়ার সময় তাকে ছুরিকাঘাত করা হয়। নিহত এএসআই আমির হোসেন ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার মোনতাজ আলীর ছেলে।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এবিএম মুসা চৌধুরী জানান, বুকের বামপাশে ফুসফুসে ধারাল অস্ত্রের আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।