একটু অসচেতন হলেই করোনা হতে পারে- এ কারণে সারা বিশ্বের মানুষ আতঙ্কে রয়েছে। কিন্তু সেখানে করোনায় কাবু ভারতের উপসর্গবিহীন কিছু করোনা রোগী যেন ভিন্ন রকম আচরণ করলেন। তারা নেচে, গেয়ে মাতিয়ে তোলেন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতেও সময় নেয়নি।
কর্নাটকের বেরালি ডেন্টাল কলেজে সম্প্রতি বলিউডের গানের তালে তালে নাচেন উপসর্গবিহীন করোনা রোগীরা। তাদের সঙ্গে যোগ দেন চিকিৎসকরাও। করোনা বিধি মেনেই এই নাচের আসর বসানো হয়েছিল হাসপাতালের ফ্লোরে।
গত ১৯ জুলাই ভিডিওটি শেয়ার করার পর এক লাখেরও বেশি মানুষ সেই ভিডিওটি দেখেছেন। ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১২ লাখেরও বেশি। মৃতের সংখ্যাও ৩০ হাজারের কাছাকাছি। সেখানে করোনা রোগীদের এই ভিডিও সাহস জুুগিয়েছে সাধারণ মানুষের মনে।