আড়াইহাজারে নিষিদ্ধ পিরানহা ও আফ্রিকান মাগুর জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস। উপজেলার সদর পৌর সভার কামরানির চর বাজার থেকে এই মাছগুলো জব্দ করা হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আনিসুজ্জামান জানান, মৎস্য সপ্তাহের দ্বিতীয় দিন বুধবার বিকালে কামরানির চর বাজারে অভিযান চালিয়ে দুই শ’কেজি পিরানহা ও ১৪০ কেজি আফ্রিকান নিষিদ্ধ মাগুর জব্দ করা হয়।
এ সময় হাবিবুর রহমান নামে এক জেলেকে আটক করা হয়। পরে আটকৃকত ব্যক্তিকে দুই হাজার টাকা জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ উজ্জল হোসেন। হাবিবুর রহমানের বাড়ি সোনার গাঁও উপজেলায় বলে জানা গেছে।