শ্রীলঙ্কার সাধারণ নির্বাচনে বড় বিজয় পেয়েছে দেশটির প্রভাবশালী রাজাপাকসে পরিবার পরিচালিত দল শ্রীলঙ্কা পিউপিলস পার্টি (এসএলপিপি)। আচ শুক্রবার নির্বাচনের ভোট গণনা শেষে তাদের বিজয়ী ঘোষণা করা হয়।
আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির তথ্য মতে, দলটি ২২৫টি আসনের মধ্যে ১৪৫টি, আর তাদের জোট থেকে আরও পাচঁটি আসন জিতেছে।
মাহিন্দা রাজাপাকসেকে এক টুইট বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিনন্দন জানিয়েছেন।
এদিকে গত বছরের নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচিত হন গোতাবায়া রাজাপাকসে। প্রেসিডেন্ট হওয়ার পর বড় ভাই সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসেকে অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেন তিনি। নির্বাচনে বিশাল জয় পাওয়ায় ফের প্রধানমন্ত্রী হওয়া নিয়ে মাহিন্দার কোনো বাধা নেই।
বিতর্কিত রাজাপাকসে পরিবার দুই দশক ধরে শ্রীলঙ্কার রাজনীতিতে আধিপত্য বিস্তার করেছে। মাহিন্দা রাজাপাকসে এর আগে ২০০৫ থেকে ২০১৫ পর্যন্ত রাষ্ট্রপতি ছিলেন।
করোনাভাইরাস থাকা সত্ত্বেও শ্রীলঙ্কাসহ আরও কয়েকটি দেশ নির্বাচন করেছে। ভাইরাসটির কারণে ইতিমধ্যে দুবার ভোট স্থগিত করা হয়েছিল শ্রীলঙ্কায়।