শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০১:২৯ পূর্বাহ্ন

অবশেষে খুলে দেওয়া হলো কৃষ্ণাঙ্গ জ্যাকবের হাতকড়া

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৯ আগস্ট, ২০২০
  • ৪৩৯ বার

মার্কিন শ্বেতাঙ্গ পুলিশের হাতে গুলিবিদ্ধ হয়ে চলাচলের ক্ষমতা হারিয়ে ফেলা কৃষ্ণাঙ্গ যুবকের হাতকড়া অবশেষে খুলে দেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে গতকাল শুক্রবার এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত রোববার (২৩ আগস্ট) সন্ধ্যায় উইসকনসিনের কেনোসা শহরে পুলিশের গুলিতে গুরুতর আহত হয় জ্যাকব ব্লেক নামের এক কৃষ্ণাঙ্গ। তাকে পেছন থেকে কয়েকবার গুলি করে পুলিশ। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনার প্রতিবাদে হাজারো মানুষ বিক্ষোভ করতে রাস্তায় নেমে আসে। সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে তারা। বিক্ষোভকারীদের ঠেকাতে টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। জারি হয় কারফিউ। বিক্ষোভের তৃতীয় দিন মঙ্গলবার রাতে গুলিবিদ্ধ হয়ে দুজন নিহত ও একজন আহত হয়। গুলির ঘটনায় ১৭ বছরের এক শ্বেতাঙ্গ কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশের হাতে নির্মমভাবে গুলিবিদ্ধ হওয়ার পরও জ্যাকবকে হাতকড়া পরিয়ে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিল। তা নিয়ে স্থানীয় সময় গত বৃহস্পতিবার ক্ষোভ প্রকাশ করেন জ্যাকবের বাবা ও চাচা। অবশেষে  শুক্রবার জ্যাকবের হাতকড়া খুলে দিয়েছে মার্কিন পুলিশ।

কেনোশা পুলিশের দাবি, জ্যাকবের বিরুদ্ধে আগে থেকেই পরোয়ানা রয়েছে। তাই আইন মেনেই হাসপাতালের বিছানায় তাকে হাতকড়া পরানো হয়েছিল।

শুক্রবার আহতের আইনজীবী প্যাট্রিক ক্যাফার্টি জানান, জ্যাকবের হাতকড়া খুলে দেওয়া হয়েছে। এ ছাড়া আগের গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করা হয়েছে। তবে এর বেশি বিস্তারিত কিছু জানাননি তিনি।

এদিকে, পুলিশের সাতটি গুলিতে চলাচলের ক্ষমতা হারিয়ে ফেলেছেন জ্যাকব। তিনি ভবিষ্যতে আর কখনো হাঁটতে পারবেন কিনা, সে ব্যাপারে এখনই কিছু বলতে পারছেন না চিকিৎসকরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com