শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০১:৪৯ পূর্বাহ্ন

আমন্ত্রণ পেলেন শাকিব খান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২ নভেম্বর, ২০১৯
  • ৩৩৩ বার

আবুধাবিতে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘টি-টেন’ ক্রিকেট লিগ। সে লক্ষ্যে আয়োজন করা হয়েছে জমকালো অনুষ্ঠানের। এই আয়োজনের দায়িত্ব পেয়েছে বলিউড তারকা শাহরুখ খানের প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। অনুষ্ঠানে অংশ নেবেন বিভিন্ন দেশের বেশ ক’জন জনপ্রিয় তারকা। বাংলাদেশি হিসেবে রেড চিলির আমন্ত্রণ পেয়েছেন চিত্রনায়ক শাকিব খান। খবরটি জানালেন শাকিব নিজেই।

তিনি বলেন, ‘কিছুদিন আগে রেড চিলিজের কয়েকজন কর্মকর্তা বাংলাদেশে এসে আমাকে আমন্ত্রণ জানিয়ে গেছেন। আমি তাদের কথা দিয়েছি, অনুষ্ঠানে অংশ নেব। আগামী ১২ নভেম্বর আবুধাবির উদ্দেশে ঢাকা ছাড়বো। দুইদিন পরই দেশে ফিরে আসবো।’

জানা গেছে, আগামী ১৪ নভেম্বর জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যদিয়ে শুরু হবে ‘টি-টেন’ ক্রিকেট লিগের এবারের আসর।

এদিকে, বর্তমানে একাধিক ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন শাকিব খান। সম্প্রতি তিনি চুক্তিবদ্ধ হয়েছেন ‘লন্ডন’ শিরোনামের একটি ছবিতে। এটি নির্মাণ করবেন ইফতেখার চৌধুরী। রোমান্টিক-অ্যাকশন ঘরানার এই ছবির চিত্রনাট্য লিখছেন আবদুল্লাহ জহির বাবু। দুবাই ও লন্ডনের বিভিন্ন স্থানে এর দৃশ্যধারণ করা হবে বলে জানান শাকিব।

পাশাপাশি কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজের কয়েকটি ছবিতেও অভিনয় করবেন শাকিব। বিষয়টি চূড়ান্ত করতে আগামী ৭ নভেম্বর তার কলকাতায় যাওয়া কথা রয়েছে। এসকে মুভিজের সঙ্গে শাকিব সর্বশেষ কাজ করেন ‘ভাইজান এল রে’ ছবিতে। জয়দীপ মুখার্জির পরিচালনায় এতে তার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী ও পায়েল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com