শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৭:৫১ অপরাহ্ন

সর্বনাশা করোনা প্রাণ কাড়ল ১০ লাখ মানুষের

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০
  • ১৮৮ বার

কোভিড-১৯ মহামারী কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না। রোজ আক্রান্ত হচ্ছেন হাজারে হাজার মানুষ। মৃত্যুর মিছিল দীর্ঘ হতে হতে লাশের স্তূপ বাড়ছে। ইতিমধ্যে বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির হিসাব রাখা আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারসের ওয়েবসাইট বলছে, সোমবার বেলা ১১টা পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৩ কোটি ৩৩ লাখ ৭ হাজার ৫৭৭ জনের দেহে। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন প্রায় ২ কোটি ৪৬ লাখ ৩৮ হাজার ৪৮২ জন। আর মৃত্যু হয়েছে ১০ লাখ ২ হাজার ৪০২ জনের।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চলতি বছরের ১১ জানুয়ারি করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। চলতি বছরের ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

করোনায় বিশ্বে এখন পর্যন্ত সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় মোট মারা যাওয়া মানুষের সংখ্যা সম্প্রতি ২ লাখ ১০ হাজার ছাড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত শনাক্ত মানুষের সংখ্যা ৭৩ লাখ ২১ হাজার ছাড়িয়েছে।

সংক্রমণে দ্বিতীয় আর মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে শনাক্ত ৬০ লাখ ৭৩ হাজার ছাড়িয়েছে। মারা গেছেন ৯৫ হাজার ৫শর বেশি মানুষ।

মৃত্যুতে দ্বিতীয় আর সংক্রমণে তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে ৪৭ লাখ ৩২ হাজার ছাড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৪১ হাজার ৭৭৬ জন।

এদিকে শীত মৌসুম আসতেই উত্তর গোলার্ধে বিশেষ করে ইউরোপের দেশগুলোতে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ (সেকেন্ড ওয়েভ) শুরু হয়েছে। সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে লকডাউনসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে দেশগুলো।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের ঘোষণা আসে। ১৮ মার্চ দেশে প্রথম করোনায় মৃত্যুর ঘটনা ঘটে।

রোববার স্বাস্থ্য অধিদফতরের দেয়া সংবাদ বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, এখন পর্যন্ত দেশে ৩ লাখ ৫৯ হাজার ১৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। আর দেশে করোনায় মোট মৃত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ১৬১।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com