কয়েকদিন বন্ধের পর আবারও দেশে আটকেপড়া প্রবাসী বাংলাদেশীদের নতুন টোকেন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সাউদিয়া অ্যারাবিয়ান এয়ারলাইন্স কর্তৃপক্ষ। পূর্ব ঘোষণা অনুযায়ী, আজ রোববার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এ কারণে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সাউদিয়া এয়ারলাইন্স অফিসের সামনে গতকাল শনিবার রাত থেকেই জড়ো হয়েছেন টোকেন প্রত্যাশীরা।
এসব সৌদি প্রবাসীদের বেশির ভাগই প্রায় এক সপ্তাহ ধরে টিকিটের প্রত্যাশায় লাইনে দাঁড়াচ্ছেন। অনেকেরই ভিসার মেয়াদ আছে আর অল্প ক’দিন। টিকিট প্রত্যাশীরা জানান, দ্রুত টিকেট পেলে ফিরতে পারবেন সৌদির কর্মস্থলে।
কেউ কেউ আবার অল্প কয়েকদিনের জন্য আকামার মেয়াদ বাড়িয়েছেন। তাই দ্রুত যেতে হবে সৌদির কর্মস্থলে। এজন্য অগ্রাধিকার ভিত্তিতে টিকিট দেওয়ার দাবি জানিয়েছেন টিকিট প্রত্যাশীরা।
এর আগে গতকাল শনিবার সাউদিয়া অ্যারাবিয়ান এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার জি এম জাহিদ হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, রোববার থেকে শুধু যাদের কাছে রিটার্ন টিকিট রয়েছে তাদেরকে নতুন টোকেন দেওয়া হবে। আর নতুন টোকেনধারীরাই যাতে এয়ারলাইন্স অফিসে আসেন সে ব্যাপারে অনুরোধ জানিয়েছেন তিনি।
এর আগে সর্বশেষ ১ অক্টোবর ৩০০১ থেকে ৩৩০০ টোকেনধারীদের টিকেট দেয় সাউদিয়া। এরপর ২ তারিখ তারা কোনো টোকেন ইস্যু করেনি।
এদিকে, দেশে ফিরে আটকেপড়া প্রবাসীদের ফেরাতে ইতোমধ্যে নানা উদ্যোগ নিয়েছে সাউদিয়া ও বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ফ্লাইট সংখ্যা বাড়িয়েছে উভয় এয়ারলাইনস। এ ছাড়াও বিমান প্রবাসীদের ফেরাতে সৌদির তিন শহরে মোট ১২টি বিশেষ ফ্লাইট পরিচালনা করছে।