বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ভারত থেকে চিন্ময়ের মুক্তি দাবি কিসের আলামত, প্রশ্ন রিজভীর আইনজীবী হত্যার ভিডিও ফুটেজ দেখে গ্রেফতার ৬ : প্রেস উইং চিন্ময় ইস্যুতে ভারতের বিবৃতি দেয়া অনধিকার চর্চা : উপদেষ্টা নাহিদ রয়টার্সের মনগড়া সংবাদের প্রতিবাদ জানালো সিএমপি হাইকোর্টের নজরে ইসকন-চট্টগ্রামের ঘটনা : আদালতকে পদক্ষেপ জানাবে সরকার ইসকন ইস্যুতে দেশি-বিদেশি ইন্ধন থাকতে পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা চট্টগ্রামে আইনজীবী হত্যা, যে নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা স্বৈরাচার পালিয়ে গেলেও তাদের লেজ রেখে গেছে : তারেক রহমান আইনজীবীকে ‘কুপিয়ে হত্যা করল’ ইসকন সদস্যরা অনির্দিষ্টকালের জন্য সেন্ট গ্রেগরি হাইস্কুল বন্ধ ঘোষণা

ঢাকায় জাহাঙ্গীর, সিরাজগঞ্জে সেলিম বিএনপির প্রার্থী

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
  • ২০৮ বার

তদন্ত কমিটি প্রতিবেদন দেওয়ার একদিন পর ঢাকা-১৮ আসনে যুবদল ঢাকা মহানগর উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গীর ও সিরাজগঞ্জ-১ আসনে জেলার কাজীপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সেলিম রেজাকে মনোনয়ন দিয়েছে বিএনপি। আজ শুক্রবার বিকেলে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘোষণা দেন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৫ নভেম্বর। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৩ অক্টোবর, বাছাই ১৫ অক্টোবর এবং প্রার্থিতা প্রত্যাহার ২২ অক্টোবর।

দলীয় সূত্রে জানা গেছে, গত ১২ সেপ্টেম্বর ঢাকা-১৮ আসন, ঢাকা-৫, নওগাঁ-৬ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনে প্রার্থীদের ভার্চুয়াল সাক্ষাৎকার নেয় বিএনপির সংসদীয় মনোনয়ন বোর্ড। এ দিনে গুলশানে মনোনয়ন প্রত্যাশী যুবদলের ঢাকা মহানগরের উত্তরের  এস এম জাহাঙ্গীর ও বিএনপির মহানগর উত্তরের যুগ্মসম্পাদক কফিল উদ্দিন সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এই ঘটনায় কমিটির একমাত্র সদস্য বিএনপির যুগ্মমহাসচিব খায়রুল কবির খোকনকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। তিনি গত বৃহস্পতিবার প্রত্যক্ষদর্শী ও আহত ২৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে প্রতিবেদন জমা দিয়েছেন।

প্রতিবেদন সূত্রে জানা গেছে, এই মারামারির সঙ্গে খায়রুল কবির খোকন কমিটি মনোনয়নপ্রত্যাশী কোনো প্রার্থীর সম্পৃক্ততা পাননি। তবে, ঘটনার ধারণ করা ভিডিও এবং বিভিন্ন টেলিভিশন ও প্রিন্ট মিডিয়ার প্রতিবেদন এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যদানের ভিত্তিতে শনাক্ত নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে সুপারিশ করেছেন।

গত শনিবার স্থায়ী কমিটির বৈঠকে সিনিয়র কয়েকজন নেতা তদন্ত প্রতিবেদন দেখে প্রার্থিতা ঘোষণা করার জন্য মতামত দিয়েছিলেন। সে অনুযায়ী তদন্ত প্রতিবেদন পাওয়ার পর গতকাল বৃহস্পতিবার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান টেলিফোনে স্থায়ী কমিটির নেতাদের মতামত নেন। মতামত নেওয়ার একদিন পর আজ শুক্রবার প্রার্থিতা ঘোষণা দিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দুটি আসনের প্রার্থিতা ঘোষণা দিয়ে ফখরুল বলেন, ‘২০১৮ সালের ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সাথে এই উপ-নির্বাচনের কোনো পার্থক্য নেই। একই কায়দায় ভোট ছিনিয়ে নেওয়া হয়। পার্থক্যটা হচ্ছে ওই সময়ে ২৯ ডিসেম্বর ডাকাতি করা হয়েছিল ভোটের আগের রাতে, এখন এসব নির্বাচনে ভোট হয়, ভোটার যায় না, ঘোষণা হয় মাত্র।’

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘তারপরেও অনেকে প্রশ্ন করবেন, আপনারা কেনো যাচ্ছেন নির্বাচনে? গণতান্ত্রিক দল হিসেবে আমরা বিশ্বাস করি, সরকার পরিবর্তনের একমাত্র পথ-নির্বাচনের মধ্য দিয়ে হবে। গণতন্ত্রের ন্যূনতম স্পেসটুকু করতে চাই। এ নিয়ে অনেকের অনেক রকম কথাবার্তা আছে। এই ফ্যাসিস্ট সরকারকে কোনো সুযোগ আমরা দিতে চাই না। এজন্য আমরা এই নির্বাচনে অংশ নিচ্ছি। আমরা বিশ্বাস করি, নির্বাচন কমিশন যদি একটু মাথা উঁচু করে দাঁড়াতে পারতেন, তাদের সাংবিধানিক যে দায়িত্ব সেটুকু যদি পালন করতেন তাহলে এই নির্বাচনগুলো একটু ভালো হওয়ার সম্ভাবনা ছিল।’

আওয়ামী লীগের মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সিরাজগঞ্জ-১ এবং সাহারা খাতুনের মৃত্যুতে ঢাকা-১৮ আসন শূন্য হয়। এ আসনের উপ-নির্বাচনে ঢাকা-১৮ আসনে এস এম জাহাঙ্গীর হোসেন, এম কফিল উদ্দিন, ইশতিয়াক আজিজ উলফাত, ইসমাইল হোসেন, বাহাউদ্দিন সাদি,  মোস্তাফিজুর রহমান সেগুন, মোস্তফা জামান, মো. আখতার হোসেন, আব্বাস উদ্দিন এবং সিরাজগঞ্জ-১ আসনে টিএম তহজিবুল ইসলাম, নাজমুল হাসান তালুকদার রানা, রবিউল হাসান ও সেলিম রেজা মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com