বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা চার কোটি সাত লাখ ছাড়িয়েছে। এছাড়া প্রাণঘাতী এই ভাইরাসে মারা গেছেন ১১ লাখ ২৩ হাজারেরও বেশি মানুষ।
জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (জেএইচইউ) সর্বশেষ প্রকাশিত তথ্য বলছে, বুধবার সকাল পর্যন্ত সারা বিশ্বে কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে চার কোটি সাত লাখ ১১ হাজার ১৭৫ জনে।
ভাইরাসটি ১১ লাখ ২৩ হাজার ৮২৪ জন মানুষের জীবন কেড়ে নিয়েছে। পাশাপাশি ভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন দুই কোটি ৭৮ লাখ ৪৭ হাজার ছয় ব্যক্তি।
সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক দিয়ে বিশ্বে প্রথমে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় আক্রান্ত ৮২ লাখ ৭০ হাজার ছাড়িয়েছে এবং ২ লাখ ২০ হাজার ৯৫৫ জন মৃত্যুবরণ করেছেন।
ভারতে মোট আক্রান্ত ৭৫ লাখ ৯৭ হাজারেরও বেশি মানুষ এবং মারা গেছেন এক লাখ ১৫ হাজার ১৯৭ রোগী। তৃতীয় সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিলে মোট শনাক্ত রোগী ৫২ লাখের ৭৩ অধিক এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৮৩৭ জনের।