চীনের কোভিড-১৯ ভ্যাকসিনের মোট বার্ষিক উৎপাদন সক্ষমতা এ বছরের শেষ নাগাদ ৬১ কোটি ডোজে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার চীনের এক সরকারি কর্মকর্তা একথা জানিয়েছেন।
ঝেং বলেন, একটি জনগুরুত্বপূর্ণ পণ্য হিসেবে সরবরাহ ও চাহিদার কথা বিবেচনা না করে উৎপাদন ব্যয় অনুযায়ী ভ্যাকসিনগুলোর দাম নির্ধারণ করা হবে। তিনি আরো বলেন, চীনের উৎপাদিত কোভিড-১৯ ভ্যাকসিনগুলোর দাম জনগণের কাছে গ্রহণযোগ্য হবে।
ঝেং বলেন, এসব ভ্যাকসিন নেয়ার ক্ষেত্রে এ ভাইরাসের উচ্চ ঝুঁকিতে থাকা সুনির্দিষ্ট শ্রেণীর লোকজনকে অগ্রাধিকার দেয়া হবে।