গণফোরামের প্রতিষ্ঠাতা ড. কামাল হোসেনকে দল থেকে বহিষ্কারের হুঁশিয়ারি দিয়েছেন দলটির একাংশের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী।
আজ বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সুব্রত চৌধুরী অভিযোগ করেন, ড. কামাল হোসেন এবং রেজা কিবরিয়া দলে গণতন্ত্রের চর্চা করছেন না। খুব শিগগিরই তাদেরকে নোটিশ দেওয়া হবে বলেও জানান তিনি।
সুব্রত চৌধুরী বলেন, ‘শো কজের পর জবাবে সন্তুষ্ট না হলে ড. কামাল ও রেজা কিবরিয়াকে বহিষ্কার করা হবে। ২৬ অক্টোবর গণফোরামের কাউন্সিল হবে।’