কোভিড-১৯ পজিটিভ ব্যক্তির সংস্পর্শে আসায় স্বেচ্ছায় আইসোলেশনে রয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস অ্যাধানম গ্যাব্রিয়েসুস। গতকাল রোববার এক টুইটে এ তথ্য জানান।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ‘স্বেচ্ছা আইসোলেশনে থাকলেও তার মধ্যে করোনার কোনো উপসর্গ নেই। তিনি আইসোলেশনে থেকে তার দায়িত্ব পালন করবেন।’
গ্যাব্রিয়েসুস বলেছেন, ‘আমি ভালো আছি। আমার মধ্যে কোভিড-১৯ এর কোনো উপসর্গ নেই। তবে করোনাভাইরাস পজিটিভ ব্যক্তির সংস্পর্শের কারণে কিছুদিন স্বেচ্ছায় আইসোলেশনে থাকব। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মানবো।’
টেড্রস অ্যাধানম গ্যাব্রিয়েসুস বলেন, ‘করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে এমন একজনের সংস্পর্শে এসেছি আমি। তবে আমি ঠিক আছি, শরীরে কোনো উপসর্গও নেই। কিন্তু সামনের কিছুদিন আইসোলেশনে থাকবো এবং বাড়ি থেকেই কাজ করবো।’
মহামারি মোকাবেলায় জাতিসংঘের স্বাস্থ্য সংস্থার প্রচেষ্টার সামনের সারিতে রয়েছেন টেড্রস। গত বছরের শেষ দিকে চীন থেকে ছড়িয়ে পরার পরে বিশ্বজুড়ে এই ভাইরাসে ১২ লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ৪ কোটি ৬৮ লাখের বেশি মানুষ।
টুইটারে গ্যাব্রিয়েসুস জানিয়েছেন, আমাদের সকলের স্বাস্থ্যবিধি মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ। তাহলেই আমরা করোনাভাইরাসের শৃঙ্খল ভাঙতে পারব।