দেশে গত একদিনে করোনাভাইরাসে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৭৩৩ জন। গতকাল মঙ্গলবার ২৪ ঘণ্টায় মারা গিয়েছিলেন ১৬ জন এবং নতুন রোগী শনাক্ত হয়েছিল ১ হাজার ৬৯৯ জন। সে হিসেবে মৃত্যু বেড়েছে তিনজন আর শনাক্ত বেড়েছে ৩৪ জন।
আজ বুধবার বিকেলে সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তর কোভিড-১৯ সংক্রমণের সর্বশেষ এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, গত একদিনে নতুন ১ হাজার ৭৩৩ জনকে নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৪ লাখ ২৫ হাজার ৩৫৩ জন। এ ছাড়া আরও ১৯ জন মারা যাওয়ায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ১২৭ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত এক দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৭১৫ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এতে মোট সুস্থ রোগীর সংখ্যা ৩ লাখ ৪৩ হাজার ১৩১ জনে দাঁড়িয়েছে।