সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের সাড়ে ৩২ হাজার পদের বিপরীতে আবেদন জমা পড়েছে প্রায় ১৩ লাখ। অর্থ্যাৎ এক পদের বিপরীতে চাকরিপ্রার্থী প্রায় ৪০ জন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) জানায়, সহকারী শিক্ষক হিসেবে ছয় হাজার ৯৪৭ জন এবং প্রাক-প্রাথমিকের শিক্ষক হিসেবে ২৫ হাজার ৬৩০ জন শিক্ষক নিয়োগ দেয়া হবে। গত ২৫শে অক্টোবর থেকে ২৪শে নভেম্বর পর্যন্ত এক মাসে মোট আবেদন জমা পড়েছে প্রায় ১৩ লাখ। জমাকৃত আবেদনে অনেক ত্রুটি থাকায় তা সংশোধনের জন্য আগামী ৪ঠা ডিসেম্বর পর্যন্ত সময় বর্ধিত করা হয়েছে।