রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৭:১৬ অপরাহ্ন

বিশ্বে করোনায় মৃত্যু ১৬ লাখ ছাড়াল

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০
  • ১৭৩ বার

বিশ্বব্যাপী প্রতিনিয়ত মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে মারা গেছেন ১৬ লাখের বেশি মানুষ। আক্রান্ত হয়েছেন ৭ কোটি ১৬ লাখের বেশি। এ ছাড়া সুস্থ হয়েছেন ৪ কোটি ৬৮ লাখের বেশি মানুষ। আজ রোববার জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭ কোটি ১৬ লাখ ৪৯ হাজার ৮৭৬ জন এবং মারা গেছেন ১৬ লাখ ৪ হাজার ৫১৬ জন। এ ছাড়া সুস্থ হয়েছেন ৪ কোটি ৬৮ লাখ ১১ হাজার ৭৮৪ জন।

করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন এক কোটি ৬০ লাখ ৫৭ হাজার ৪৩৪ জন এবং মারা গেছেন ২ লাখ ৯৭ হাজার ৭৮৯ জন। এ ছাড়া সুস্থ হয়েছেন ৬২ লাখ ৪৬ হাজার ৬০৫ জন।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৬৮ লাখ ৮০ হাজার ১২৭ জন, মারা গেছেন এক লাখ ৮১ হাজার ১২৩ জন এবং সুস্থ হয়েছেন ৬০ লাখ ৭৮ হাজার ২৮৭ জন।

সংক্রমণের দিক থেকে দ্বিতীয় ও মৃত্যুর দিক থেকে তৃতীয়তে থাকা ভারতে আক্রান্ত হয়েছেন ৯৮ লাখ ৫৭ হাজার ২৯ জন, মারা গেছেন এক লাখ ৪৩ হাজার ১৯ জন এবং সুস্থ হয়েছেন ৯৩ লাখ ৫৭ হাজার ৪৬৪ জন।

মৃত্যুর সংখ্যার দিক থেকে চতুর্থতে রয়েছে মেক্সিকো। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত এক লাখ ১৩ হাজার ৭০৪ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ১২ লাখ ৪১ হাজার ৪৩৬ জন। এ ছাড়া সুস্থ হয়েছেন ৯ লাখ ১১ হাজার ৯৬৫ জন।

ভাইরাসটির সংক্রমণস্থল চীনে আক্রান্ত হয়েছেন ৯৪ হাজার ২১৭ জন, মারা গেছেন ৪ হাজার ৭৪৯ জন এবং সুস্থ হয়েছেন ৮৭ হাজার ৯৪৪ জন।

উল্লেখ্য, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ৪ লাখ ৮৯ হাজার ১৭৮ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন ৭ হাজার ২০ জন। এ ছাড়া সুস্থ হয়েছেন ৪ লাখ ১৭ হাজার ৫০৩ জন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com