চিলির প্রেসিডেন্ট পিনেরা মাস্ক ছাড়া সেলফি তুলে সাড়ে তিন হাজার ডলার জরিমানা দিচ্ছেন। চলতি মাসের শুরুর দিকে সমুদ্রসৈকতে এক পথচারীর তোলা সেলফিতে তিনি মাস্ক ছাড়া পোজ দিয়েছিলেন। এতে গত শুক্রবার দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ এ জরিমানা করে।
করোনা বিস্তার রোধে জনসমাগমে মাস্ক পরার ব্যাপারে ব্যাপক কড়াকড়ি আরোপ করেছে। এর আগে ওই ঘটনার পরপরই তিনি দুঃখও প্রকাশ করেছেন।
প্রেসিডেন্ট জানান, সমুদ্রের কাছাকাছি শহর কাচাগুয়ায় নিজের বাড়ির কাছের সৈকতে হাঁটতে গেলে এক নারী তাকে চিনে ফেলেন ও এক সঙ্গে ছবি তোলার অনুরোধ জানান। সেই সময় তিনি পোজ দেন। ছবিতে পিনেরা ও নারী কারও মুখেই মাস্ক ছিল না। রয়টার্স