যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও তার স্ত্রী জিল বাইডেন করোনাভাইরাসের টিকা নেবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় আজ সোমবার টিকা নেওয়ার কথা রয়েছে বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে। জো বাইডেনের প্রেস সচিব জেন প্যাসাকি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এ ছাড়া নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং তার স্বামী ডগলাস এমহফ আগামী সপ্তাহে টিকা নেবেন বলে জানানো হয়েছে। এর আগে, গত শুক্রবার টিকা নেন দেশটির ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও হাউস স্পিকার ন্যান্সি পেলোসি।
টিকা সম্পর্কে বাইডেন বলেন,`টিকা নেওয়ার ক্ষেত্রে সামনের সারিতে থাকার কোনো ইচ্ছা আমার ছিল না। কিন্তু তিনি এই টিকা গ্রহণ করে আমেরিকার জনগণকে জানিয়ে দিতে চান যে, এই টিকা নিরাপদ।’
এদিকে গত শনিবার করোনার প্রথম টিকা গ্রহণ করেন ইসরাইলের প্রধানমন্ত্রী বিনইয়ামিন নেতানিয়াহু। নিজে টিকা নিয়েই টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। নেতানিয়াহুর ৭১ বছর বয়সী ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন নেওয়ার দৃশ্য সরাসরি টেলিভিশনে দেখানো হয়।