আগামী সেপ্টেম্বর মাসে লেবার ডে উইকেন্ডে ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য ৩৫তম ফোবানা সম্মেলনে ”ঢাকা বিশ^বিদ্যালয় শতবর্ষ” উদযাপনের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। একই সাথে এ অনুষ্ঠানকে সফল করবার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ডিসি মেরিল্যান্ড ভার্জিনিয়া চ্যাপ্টারের প্রেসিডেন্ট সাংবাদিক শতরূপা বড়ুয়াকে চেয়ারপার্সন করে ”ঢাকা বিশ্ববিদ্যালয় শতবর্ষ” উদযাপন সাব কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ৩৫তম ফোবানা সম্মেলনের কনভেনার জি আই রাসেল ও সদস্য সচিব শিব্বীর আহমেদ।
৩৫তম ফোবানা সম্মেলনে ”ঢাকা বিশ্ববিদ্যালয় শতবর্ষ” উদযাপন সাব কমিটি ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে বিশেষ আলাচনা সভা, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অ্যালামনাই রিইউনিয়ন সহ নানা কর্মসুচি হাতে নিয়েছে।
৩৫তম ফোবানা সম্মেলনে ”ঢাকা বিশ্ববিদ্যালয় শতবর্ষ” উদযাপন সম্পর্কিত বিস্তারিত তথ্যের জন্য ”ঢাকা বিশ্ববিদ্যালয় শতবর্ষ” উদযাপন সাব কমিটির চেয়ারপার্সন শতরূপা বড়ুয়া ২০২-৩৫২-৭৮৯৮ এর সাথে যোগাযোগ করবার অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, আগামী সেপ্টেম্বর মাসের ২, ৩ ও ৪ তারিখ শুক্র শনি ও রবিবার তিন দিনব্যাপী ওয়াশিংটনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩৫তম ফোবানা সম্মেলন ২০২১। সম্মেলনের হোষ্ট আমেরিকান বাংলাদেশ ফ্রেন্ডশীপ সোসাইটি (এবিএফএস)। সম্মেলনর ভেন্যু ওয়াশিংটনের নয়নাভিরাম গেলর্ড রিসোর্ট এন্ড ন্যাশনাল কনভেনশন, ন্যাশনাল হারবার, মেরিল্যান্ড। বিজ্ঞপ্তি