পশ্চিমতীরে ফিলিস্তিনিদের সাতটি বাড়ি ও একটি মসজিদ ধ্বংস করেছে দখলদার ইসরাইলি বাহিনী।
ইসরাইলের কয়েকটি সামরিক যান ও বুলডোজার বুধবার সকালে দক্ষিণ হেব্রনের ওম কাসা শহরে ওই নির্মাণাধীন মসজিদসহ ফিলিস্তিনিদের বাড়িঘর গুঁড়িয়ে দিয়েছে।
ইহুদিবাদী দেশটির বর্বর সেনারা ১৪০ বর্গমিটার আয়তনের নির্মাণাধীন মসজিদটি ধ্বংস করে দেয়। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, দখলদার বাহিনী মসজিদের কাছের একটি বিদ্যালয়ের কূপও ধ্বংস করে দিয়েছে।
বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ওই কূপের পানি ব্যবহার করত। ইসরাইল জানায়, মসজিদটি নির্মাণের জন্য অনুমতি নেওয়া হয়নি। তাই তা ভেঙে দেওয়া হয়েছে।
এদিকে ইসরাইল সেনারা অধিকৃত পূর্ব বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেমের হেজমা উপশহরে ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে।
এ সময় ফিলিস্তিনিরা প্রতিবাদমুখর হয়ে উঠলে সংঘর্ষ শুরু হয় এবং দখলদার সেনারা ফিলিস্তিনিদের ঘরবাড়ি লক্ষ্য করে গুলি, টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
আন্তর্জাতিক নিয়মনীতির তোয়াক্কা না করে ইসরাইলি বাহিনী প্রতিদিনই শিশুসহ ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে হামলা চালাচ্ছে এবং ঘরবাড়ি এমনকি মসজিদ ধ্বংস করছে। তাদের জীবিকার উৎস জলপাই বাগান ধ্বংস করে পথের ভিকারি বানাচ্ছে।