পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর মেয়ে বখতাওয়ার ভুট্টোর বিয়ের অনুষ্ঠানে যাবেন না দেশটির আরেক সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম নওয়াজ। স্থানীয় সময় মঙ্গলবার এক বিবৃতিতে এ কথা জানান পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) জ্যেষ্ঠ নেতা মোহাম্মদ জুবায়ের।
বেনজির ভুট্টোর মেয়ের বিয়ে বলে কথা। কাকে দাওয়াত দেওয়া হবে না আর কে দাওয়াত পাবেন-এ নিয়ে গত কয়েক মাস ধরেই চাপা শোরগোল চলছে পুরো পাকিস্তানে। এরই মধ্যে দেশটির আরেক প্রভাবশালী পরিবার নওয়াজ শরিফের বাসায় শীর্ষ রাজনৈতিক নেতা ও সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের বাড়ীতে দাওয়াত পত্র পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে ভুট্টো পরিবার। তবে এই দাওয়াত কবুল করেনি নওয়াজ পরিবার। দলের মুখপাত্র জুবায়ের বলেন, অন্য কাজ থাকায় ৩০ জানুয়ারি বখতাওয়ারের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না মরিয়ম। বুধবার জিও টিভির খবরে জানা যায়, মরিয়ম নওয়াজ অবশ্য বিয়ের ওই অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন কি না, তা পরিষ্কার নয়। সুর মিলিয়ে পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট (পিডিএম) ও জেইউআই-এফের প্রধান মাওলানা ফজলুর রহমান বলেছেন, বিয়ের অনুষ্ঠানে তারা আমন্ত্রণ পাননি।