কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল ‘আল জাজিরা’র ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শীর্ষক প্রতিবেদনটিকে বাংলাদেশ সরকার ও সেনাবাহিনী সম্পর্কে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যমূলক সংবাদ আখ্যায়িত এবং এর প্রচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। প্রচন্ড ঠান্ডার মধ্যেই শুক্রবার (৫ ফেব্রুয়ারী) নিউইয়র্ক সিটির ম্যানহাটস্থ আল জাজিরার নতুন অফিস (ব্যুরো অফিস) এবং জাতিসংঘ সদর দপ্তরের সামনে দলের পক্ষ থেকে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন হয়। সমাবেশে ‘আল জাজিরা’-কে সন্ত্রাসী ও জঙ্গি সংগঠনের পৃষ্ঠপোষক আখ্যায়িত করে বাংলাদেশে এর সম্প্রচার নিষিদ্ধ করার দাবি জানানো হয়। এছাড়াও আল জাজিরার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়া হবে বলে জানানো হয়।
আল জাজিরা’র নিউইয়র্ক কার্যালয়ের সামনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিক্ষোভ
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ-এর নেতৃত্বে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা-কর্মীরা প্রথমে ম্যানহাটনে আল জাজিাা’র কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেন। সমাবশে সভাপতিত্ব করেন ড. সিদ্দিকুর রহমান। আব্দুস সামাদ আজাদের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে সংগঠনের প্রচার সম্পাদক দুলাল মিয়া এনাম, প্রবাসী কল্যাণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান আলী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক দেওয়ান বজলুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
এরপর তারা ফার্স্ট এভিনিউতে জাতিসংঘ সদর দপ্তরের সামনে আয়োজিত সমাবেশে মিলিত হন। বরফের মধ্যে দাঁড়িয়ে প্রচন্ড ঠান্ডায় ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে অন্যান্যের মধ্যে আব্দুস সামাদ আজাদ সহ প্রচার সম্পাদক দুলাল মিয়া এনাম, প্রবাসী কল্যাণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান আলী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক দেওয়ান বজলুর রহমান, কার্যকরী সদস্য শাহানারা রহমান, মিশিগান মহানগর আওয়ামী লীগের সভাপতি আব্দুস শুকুর মাখন, কানেকটিকাট আওয়ামী লীগের সভাপতি জিহাদুল ইসলাম ও সাধারণ সম্পাদক হুমায়ূন চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের সাবেক কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাখাওয়াত বিশ্বাস, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সভাপতি জেড. এ জয়, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এবাদুল হক, যুগ্ম সম্পাদক সৈয়দ গোলাম কিবরিয়া জামান, কেন্দ্রীয় কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র শাখার সাংগঠনিক সম্পাদক কামাল হাসান রাকিব, প্রচার সম্পাদক সাইফুল আলম প্রমুখ বক্তব্য রাখেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
সমাবেশে দুটিতে ড. সিদ্দিকুর রহমান আল জাজিরার প্রতিবেদনের তীব্র নিন্দা জানিয়ে বলেন, আওয়ামী লীগ সরকার ও সেনাবাহিনীর বিরুদ্ধে আল জাজিরার প্রতিবেদন উদ্দেশ্যমূলক, ভিত্তিহীন ও ষড়যন্ত্রের অংশ। এই প্রতিবেদন আমরা প্রত্যখ্যান করছি। তিনি বলেন, মহামারী করোনা সংকট মোকাবিলায় জননেত্রী শেখ হাসিনা সরকারের সাফল্য, পদ্মাসেতুসহ মেগা প্রকল্পগুলো যখন দৃশ্যমান, উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশকে এগিয়ে নিয়ে বঙ্গবন্ধু কন্যার মানবিক ও আদর্শিক নেতৃত্ব যখন বিশ্বব্যাপী প্রশংসিত, ঠিক সেই মুহূর্তে এমন প্রতিবেদন দেশবিরোধী ও প্রতিহিংসামূলক ষড়যন্ত্রের রাজনীতির নির্লজ্জ বহিঃপ্রকাশ।
ড. সিদ্দিকুর রহমান বলেন, আন্দোলন-সংগ্রামে ব্যর্থ হয়ে যারা বাঁকা পথে ক্ষমতায় যাওয়ার দুঃস্বপ্ন দেখছে, এই অপপ্রচার সেই স্বাধীনতাবিরোধী অপশক্তি ও তাদের পৃষ্ঠপোষকদের ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ। তদেও উস্কানিতেই আল জাজিরা এন প্রতিবেদন প্রকাশ করেছে বলে তিনি অভিযোগ করেন। তিনি দেশবিরোধী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রবাসীদের সজাগ থাকার আহবান জানান।
সমাবেশে বক্তারা বাংলাদেশে আল জাজিরার সম্প্রচার নিষিদ্ধের দাবি জানিয়ে বলেন, সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্রের পেছনে বিএনপি-জামাতজোট বিপুল অর্থ ব্যয় করছে। সেই ষড়যন্ত্রের প্রতিফলন আল জাজিরার দেশবিরোধী প্রতিবেদন। তারা বলেন, সন্ত্রাসী কার্যকলাপে মদদ দেওয়ার অভিযোগে বিশ্বের বিভিন্ন দেশ আল জাজিরাকে নিষিদ্ধ করেছে। তাই বাংলাদেশে আল জাজিরা নিষিদ্ধ করা এখন সময়ের দাবি। বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহবান জানান এবং সম্মিলিতভাবে এই ভিত্তিহীন সংবাদ প্রচার ও ষড়যন্ত্র মোকাবেলা করা হবে বলে উল্লেখ করেন।
এ জাতীয় আরো খবর..