ভারতের বিভিন্ন রাজ্যে স্কুল খুলেছে। শিক্ষার্থীদের পঠনপাঠনের দিকটি খতিয়ে দেখতে এবার প্রস্তুত মার্কিন দেশও। ওয়াশিংটন পোস্টের খবর অনুসারে, মার্কিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে তাদের দেশের স্কুলগুলিকে দ্রুত খোলার কথা ভাবছেন। কোভিড বিধি মেনে স্কুলগুলিতে সমস্ত ধরনের ব্যবস্থা করা হবে। ছাত্রছাত্রীদের মাস্ক, হাত ধোওয়া এবং দেহ জীবানুমুক্তকরণের কাজটি সঠিকভাবে করার দিকে জোর দেওয়া হচ্ছে। যদি কোনো ছাত্রছাত্রী অসুস্থ বোধ করেন তবে তাকে দ্রুত ভেন্টিলেশনে পাঠানোর দিকেও নজর রাখা হবে। সেই ছাত্রছাত্রীর কোভিড টেস্ট এবং তার রিপোর্ট করার পরই তাকে ফের স্কুলে প্রবেশ করতে দেয়া হবে বলে জানা গেছে। এছাড়া শিক্ষক, শিক্ষিকা এবং স্কুলের অন্য কর্মীরাও যাতে সুস্থ থাকেন সেদিকেও জোর দেয়া হবে।
স্কুলগুলিকে স্যানিটাইজেশন করার কাজটি একটি বেসরকারি সংস্থার হাতে দেয়ার কথাও চিন্তাভাবনা করছে মার্কিন সরকার। প্রতিটি ছাত্রছাত্রীদের মধ্যে দূরত্ব বজায় রাখার পাশাপাশি প্রয়োজনে অতিরিক্ত ক্লাসরুমের ব্যবস্থাও করা হবে। একেবারে খুদে ছাত্রছাত্রীদের এখনই স্কুলে না নিয়ে আসার সিদ্ধান্ত হয়েছে। মার্কিন দেশের প্রতিটি স্কুলের সঙ্গে এবিষয়ে বৈঠক করা হবে। তবে স্কুলগুলি যদি এবিষয়ে তাদের আপত্তি জানায় তবে সেখানে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার জন্য আলাদা একটি প্যানেল করার কথাও ভেবে রেখেছে তারা। যেসমস্ত অবিভাবকরা তাদের সন্তানদের স্কুলে আসতে দিতে চান না তাদের জন্য অনলাইনে পড়াশোনার দিকটি চালু রাখবে মার্কিন সরকার। বড়দের পাশাপাশি অবিভাবকদের এবিষয়ে প্রয়োজনীয় সতর্কতা বজায় রাখার কথা জানিয়েছে মার্কিন সরকার।