চেন্নাইয়ে দ্বিতীয় টেস্টে দুর্দান্ত জয় পেয়েছে বিরাট কোহলির দল। তবে মাঠে কোহলিকে দুবার আম্পায়ারের সঙ্গে কঠিন দৃষ্টিতে দ্বিমত ও তর্ক করতে দেখা গেছে। যার ফল ভোগ করতে হতে পারে ভারতীয় অধিনায়কের।
মাঠে থাকা দুই আম্পায়ার তার বিরুদ্ধে আনতে পারেন অভিযোগ। যার পরিপ্রেক্ষিতে চারটি পর্যন্ত ডি মেরিট পয়েন্ট পেতে পারেন চেন্নাই টেস্টে প্রথম ইনিংসে ডাক মেরে সাজঘরে ফেরা কোহলি। এমনকি দুটি ডি মেরিট পয়েন্ট পেলেও হায়দরাবাদ টেস্ট মিস করবেন অন্যতম সেরা টেস্ট ব্যাটসম্যান কোহলি।
কারণ তার নামের পাশে আগেই যোগ হয়েছে দুটি ডি মেরিট পয়েন্ট। আর দুটি পয়েন্ট যোগ হলেই এক ম্যাচ নিষিদ্ধ হবেন তিন ফরম্যাটে ভারতের অধিনায়ক কোহলি।