যুক্তরাষ্ট্রে এখন ফাইজার ও মডার্নার ডাবল ডোজের দুটি করোনার টিকা দেওয়া হচ্ছে। জনসনের তৈরি সিঙ্গেল ডোজের টিকা আগামী সপ্তাহ থেকেই দেওয়া শুরু হবে।
এতকিছুর পরও দেশটিতে এ মহামারির লাগাম টেনে ধরা যাচ্ছে না। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছে এক হাজার ৯৮৯ জন।
করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখন পর্যন্ত বিশ্বে শীর্ষ স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। এ তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত এবং তৃতীয় ব্রাজিল।
গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে মারা গেছে এক হাজার ৭২৬ জন। রাশিয়ায় মারা গেছে ৪৪১ জন। করোনায় সম্প্রতি ব্রাজিলের অবস্থারও অবনতি ঘটেছে। দেশটিতে নতুন করে দৈনিক মৃত্যুর সংখ্যা বাড়ছে।
ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে দুই লাখ ৫৭ হাজার ৫৬২ জন। করোনায় মৃত্যুতে যুক্তরাষ্ট্রের পরেই ব্রাজিলের অবস্থান।
চলতি বছরের জানুয়ারির মাঝামাঝি থেকেই ভ্যাকসিন কার্যক্রম চালু করেছে ব্রাজিল। চলতি বছরের শেষ নাগাদ পুরো দেশের মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে।