বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নিরবের পরকীয়ার অভিযোগ নিয়ে সুর পাল্টালেন স্ত্রী ড. ইউনূসের সঙ্গে বৈঠকে কী কথা হলো, জানালেন মির্জা ফখরুল ভারত থেকে চিন্ময়ের মুক্তি দাবি কিসের আলামত, প্রশ্ন রিজভীর আইনজীবী হত্যার ভিডিও ফুটেজ দেখে গ্রেফতার ৬ : প্রেস উইং চিন্ময় ইস্যুতে ভারতের বিবৃতি দেয়া অনধিকার চর্চা : উপদেষ্টা নাহিদ রয়টার্সের মনগড়া সংবাদের প্রতিবাদ জানালো সিএমপি হাইকোর্টের নজরে ইসকন-চট্টগ্রামের ঘটনা : আদালতকে পদক্ষেপ জানাবে সরকার ইসকন ইস্যুতে দেশি-বিদেশি ইন্ধন থাকতে পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা চট্টগ্রামে আইনজীবী হত্যা, যে নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা স্বৈরাচার পালিয়ে গেলেও তাদের লেজ রেখে গেছে : তারেক রহমান

ফেনীতে ভবনে বিস্ফোরণ, দুই মেয়েসহ দগ্ধ মা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৬ মার্চ, ২০২১
  • ১৪৪ বার

ফেনী শহরের ১৬ নম্বর ওয়ার্ডের একটি ভবনে রহস্যময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সফিক ম্যানশন নামে ওই ভবনে গতকাল শুক্রবার রাত ১০টার দিকে ঘটনাটি ঘটে। এ সময় বিকট শব্দে বিস্ফোরণে ভবনের বিভিন্ন কক্ষগুলোর দরজা-জানালা বারান্দার গ্রিল মুহূর্তের মধ্যে লণ্ডভণ্ড হয়ে যায়। দগ্ধ হন মা-মেয়েসহ তিনজন। ভবনের বাসিন্দারা অন্যত্র আশ্রয় নিয়েছেন।

সরেজমিনে গিয়ে জানা গেছে, পৌরসভার দক্ষিণ চাড়িপুর দুলামিঞা সড়কের সফিক ম্যানশনের আবাসিক ভবনের ৫ তলায় বিস্ফোরণের ঘটনাটি ঘটে। ভবনের তিনতলা থেকে ছয়তলার ঘরগুলোর আসবাব ও দরজা-জানালা বারান্দার গ্রিল উড়ে গেছে। দগ্ধ অবস্থায় একটি ঘরে বাসিন্দা মা ও দুই মেয়েকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের কারণ জানা যায়নি। রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী।

দগ্ধরা হলেন, প্রবাসী মাহবুব ইসলামের স্ত্রী মেহেরুননেছা ও দুই মেয়ে হাফসা ইসলাম ও মরিয়ম ইসলাম। তারা সফিক ম্যানশনের পঞ্চম তলায় বসবাস করছেন। আহত অবস্থায় প্রথমে তাদের ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে।

ফেনীর ফায়ার সার্ভিস ও জেলা পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ফেনী পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী জানিয়েছেন পিবিআই ও সিআইডির একটি বিশেষজ্ঞ টিম ঢাকা ও কুমিল্লা থেকে আসছে। তারা সঠিক কারণ অনুসন্ধান করবেন।

ফেনী পৌসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, কী কারণে এমন ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে; তা জানা না গেলেও খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com