ন্যু ক্যাম্পে যতটা না, তার চেয়ে প্রতিপক্ষের মাঠই যেন বার্সার বেশি প্রিয়। চলতি মৌসুমে সে দৃশ্যই পরিষ্কার হচ্ছে কাতালানদের। শনিবার রাতে আলবা ও মোরিবার গোলে ওসাসুনাকে তাদের মাটিতেই হারিয়েছে বার্সেলোনা (২-০)। লিগে প্রতিপক্ষের মাঠে বার্সার এটি অষ্টম জয়।
গতবার ওসাসুনার মাঠে ড্র করার পর ঘরের মাঠে হেরেছিল বার্সেলোনা। এবার জিতল দুই ম্যাচেই। প্রথম দেখায় ঘরের মাঠে জিতেছিল ৪-০ গোলে।
১৯ মিনিটে ডি বক্সের বাইরে মেসিকে ফাউল করায় গোলরক্ষককে লাল কার্ড দেখান রেফারি। তবে আক্রমণের শুরুতে বার্সেলোনা অধিনায়ক অফ সাইডে থাকায় সিদ্ধান্ত পাল্টান তিনি। বেঁচে যান এররেরা।
ওসাসুনার মাঠে ৩০ মিনিটে এগিয়ে যায় বার্সা। মেসির দুর্দান্ত ক্রসে বুলেট গতির শটে গোল করেন অরক্ষিত আলবা। প্রতি আক্রমণ থেকে চার মিনিট পরই সমতা ফেরানোর সুযোগ পায় স্বাগতিকরা। কিন্তু টের স্টেগেন বরাবর বুলেট গতির শট নিয়ে দলকে হতাশ করেন রুবেন গার্সিয়া।
বার্সা দ্বিতীয় গোলের দেখা পায় ৮৩ মিনিটে। এর আগে ৬৭ মিনিটে মেসির ফ্রি কিক পোস্ট ঘেষে বাইরে চলে যায়। তিন মিনিট পর সতীর্থের ক্রসে হেড লক্ষ্যে রাখতে পারেননি আর্জেন্টাইন এই ফরোয়ার্ড।
৮৩ মিনিটে মেসির পাস থেকে জোরালো শটে ব্যবধান দ্বিগুণ করেন ইলাইশ মোরাবি। বার্সেলোনার হয়ে এটাই তরুণ ইলাইশের প্রথম গোল। শেষ পর্যন্ত দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।
এই জয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা অ্যাটলেটিকোর সাথে ব্যবধান কমিয়েছে বার্সা। ২৬ ম্যাচে ১৭ জয় ও পাঁচ ড্রয়ে ৫৬ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে বার্সেলোনা। ২৪ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাটলেটিকো। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ ৫৩ পয়েন্ট নিয়ে তিনে।