বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৫:৫২ পূর্বাহ্ন

জর্ডানে অক্সিজেনের অভাবে ৮ রোগীর মৃত্যু, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৪ মার্চ, ২০২১
  • ১৩১ বার

অক্সিজেনের অভাবে জর্ডানের রাজধানী আম্মানে শনিবার একটি হাসপাতালে আট রোগীর মৃত্যু হয়েছে।

এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের পাশাপাশি ব্যর্থতার অভিযোগ ওঠে সরকারের বিরুদ্ধেও। অবশেষে অভিযোগ মাথায় নিয়ে শনিবারই পদত্যাগ করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী নাথির ওবেইদাত। খবর বিবিসি ও আনাদোলুর।

রাজধানী আম্মান থেকে ২৩ কিলোমিটার দূরে বালকাপ্রদেশে আল-সল্ট হাসপাতালে শনিবার একদিনে ওই আটজনের মৃত্যু হয়।

হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি রোগীদের প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহে ব্যর্থ হয় কর্তৃপক্ষ। এ সময় করোনা ওয়ার্ড ছাড়াও হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্র ও প্রসূতি ইউনিটে অন্তত এক ঘণ্টা অক্সিজেন সরবরাহ বন্ধ ছিল।

জর্ডানের প্রধানমন্ত্রী বিশের আল-খাসোনেহ বিষয়টি জরুরিভিত্তিতে তদন্তের নির্দেশ দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com