করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ফ্রান্সের শ্রমমন্ত্রী এলিজাবেথ ব্যোর্ন। কিছু উপসর্গ আছে তার, তবে শারীরিকভাবে সুস্থ আছেন তিনি। নিজেই এসব তথ্য এক টুইট পোস্টে নিশ্চিত করেছেন ব্যোর্ন।
রয়টার্সের খবরে বলা হয়েছে, করোনায় সংক্রমিত হলেও সামাজিক দূরত্ব বজায় রেখে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন ফরাসি শ্রমমন্ত্রী। ৫৯ বছর বয়সী এ রাজনৈতিক তার টুইট পোস্টে বলেছেন, ‘কিছু উপসর্গ রয়েছে। তবে আমি শারীরিকভাবে সুস্থ আছি।’
স্থানীয় সময় গতকাল রোববার টুইটারে পোস্ট করেন এলিজাবেথ ব্যোর্ন। গত বছর ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ, অর্থমন্ত্রী ব্রুনো ল্য মেয়ার এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রী ফ্র্যাঞ্চ রাইস্টার করোনায় সংক্রমিত হন।
ফ্রান্সে করোনাভাইরাস নিয়ন্ত্রণে আনতে নতুন করে লকডাউন না দিলেও কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছে। ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুসারে ফ্রান্সে এ পর্যন্ত ৪০ লাখ ৭১ হাজারের বেশি মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন। মৃতের সংখ্যা ৯০ হাজার ছাড়িয়েছে।