পাকিস্তানে করোনা ভাইরাস সংক্রমণের তৃতীয় ঢেউ চলছে। এতে আট মাসের মধ্যে আজ শনিবার একদিনে সর্বোচ্চ সংখ্যক আক্রান্তের রেকর্ড হয়েছে। বৃটেনের রূপান্তরিত করোনা ভাইরাস বা ভ্যারিয়েন্ট এই সংক্রমণের গতি বাড়িয়েছে। ফলে সারাদেশে মানুষ সংক্রমিত হচ্ছেন। অনলাইন এক্সপ্রেস ট্রিবিউন এ খবর দিয়ে বলছে, আজ শনিবার সেখানে করোনায় আক্রান্ত হয়েছেন কমপক্ষে ৩৮৭৬ জন। গত ২৪ ঘন্টায় সেখানে মারা গেছেন কমপক্ষে ৪২ জন। সব মিলিয়ে পাকিস্তানে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ২৩ হাজার ১৩৫। এর মধ্যে ২৯ হাজার ৫৭৬ জন আক্রান্ত ব্যক্তির দেহে থাকা ভাইরাসকে সক্রিয় বলে আখ্যায়িত করা হয়েছে।
ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন্স সেন্টারের (এনসিওসি) তথ্য অনুয়ায়ী, সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছেন সিন্ধু প্রদেশে। সেখানে এই সংখ্যা ২ লাখ ৬২ হাজার ৭৯৬। এরপরে রয়েছে পাঞ্জাব। সেখানে আক্রান্ত হয়েছেন এক লাখ ৯৫ হাজার ৮৭ জন। খাইবার পখতুনখাওয়ায় আক্রান্ত হয়েছেন ৭৮ হাজার ৬৫৩ জন। ইসলামাবাদে আক্রান্ত হয়েছেন ৫০ হাজার ৮৪৩ জন। বেলুচিস্তানে আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ৩০৬। আজাদ জম্মুকাশ্মীরে ১১ হাজার ৪৮৩ এবং গিলগিট-বালতিস্তানে ৪ হাজার ৯৬৭ জন।