ইতালিতে ঘড়ির কাটা পরিবর্তন হয়ে এক ঘণ্টা সামনের দিকে এগিয়ে দেওয়া হচ্ছে। আজ রোববার দেশটির স্থানীয় সময় রাত দুইটার দিকে কাটা পরিবর্তন করে ৩টা করা হবে। সময়ের এ পরিবর্তনের ফলে ইতালি থেকে বাংলাদেশের সময়ের ব্যবধান হবে ৪ ঘণ্টা।
দিবালোক সঞ্চয় করতে ইতালিতে প্রতি গ্রীষ্ম ও শীতকালে সূর্যাস্ত এবং সূর্যোদয়ের ওপর এক ঘণ্টা পরিবর্তন করা হয়। ফলে গ্রীষ্মকালে সময়ের ব্যবধান হয় চার ঘণ্টা আর শীতকালে পাঁচ ঘণ্টা।
ডিএসটি সময়ের পরিবর্তন ইউরোপের কয়েকটি দেশসহ আরও কয়েকটি দেশের সময় পরিবর্তন হয়ে থাকে। জার্মানিতে ৩১ এপ্রিল ১৯১৬ সাল থেকে ডিএসটি সময় পরিবর্তন শুরু হয়।