করোনামুক্ত হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। গতকাল মঙ্গলবার পাক সিনেটর ফয়সাল জাভেদ খান এ তথ্য জানিয়েছেন। এর আগে গত ২০ মার্চ ইমরান খান করোনায় আক্রান্ত হয়েছিলেন।
ফয়সাল জাভেদ খান গতকাল মঙ্গলবার এক টুইটে জানান, প্রধানমন্ত্রী চিকিৎসকদের নির্দেশনা অনুযায়ী কাজ শুরু করেছেন। একই সঙ্গে জনগণের উদ্দেশ্যে করোনার বিষয়ে সতর্কবার্তা জারি করা হয়েছে।
গত ২০ মার্চ করোনায় আক্রান্ত হওয়ার পর থেকেই পাকিস্তানের প্রধানমন্ত্রী কোয়ারেন্টিনে ছিলেন। ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণের দুদিন পর ইমরান খানের দেহে করোনার উপস্থিতি ধরা পড়ে। তিনি চীনের তৈরি সিনোফার্মার ভ্যাকসিন নিয়েছিলেন।