করোনাভাইরাস মহামারীর দ্বিতীয় ঢেউয়ে ভারত বিশ্বে এখন ‘হটস্পট’। ভারতের বিপর্যয়ের এ খবরটি এখন গণমাধ্যম সচেতন সবারই জানা। তবে প্রতিবেশী আরেক দেশ পাকিস্তানেও যে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুর নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে, তা হয়তো অনেকেরই জানা নেই।
দেশটির গণমাধ্যম ও ওয়ার্ল্ডোমিটারে রোববার সকালে প্রকাশিত তথ্যে এমনটাই জানা যাচ্ছে।
গত ২৪ ঘণ্টায় পাকিস্তানে করোনাভাইরাস বা কোভিড-১৯ আক্রান্ত রোগীদের মধ্যে নতুন করে মৃত্যু হয়েছে ১৫৭ জনের। করোনা মহামারী শুরুর পর এটিই পাকিস্তানে এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু হয়েছে ১৬ হাজার ৯৯৯ জনের। এর আগে ২০২০ সালের ২০ জুন পাকিস্তানে এক দিনে সর্বোচ্চ ১৫৩ জনের মৃত্যু হয় করোনায়।
গত ২৪ ঘণ্টায় পাকিস্তানে করোনার নতুন রোগী শনাক্ত হয়েছে পাঁচ হাজার ৯০৮ জন। এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত সংখ্যা সাত লাখ ৯০ হাজার ১৬ জন। আক্রান্তের হিসেবে দেশটিতে মৃত্যু হার ২ দশমিক ২ ভাগ।
আক্রান্তের এই সংখ্যার ভিত্তিতে পাকিস্তান বিশ্বের ২২১টি দেশ ও অঞ্চলের মধ্যে শীর্ষ তালিকার ৩১তম। যেখানে ভারতের অবস্থান দ্বিতীয়। আর বাংলাদেশ শনিবার পর্যন্ত আক্রান্ত সাত লাখ ৪২ হাজার ৪০০ জন নিয়ে তালিকার ৩৩তম স্থানে রয়েছে।
সূত্র : দ্য নিউজ ও ওয়ার্ল্ডোমিটার