পশ্চিমবঙ্গের প্রখ্যাত কবি শঙ্খ ঘোষের মৃত্যুর মাত্র ৮ দিনের মাথায় তার সহধর্মিণী প্রতিমা ঘোষও মারা গেলেন। করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন তিনি। আজ বৃহস্পতিবার ভোর ৫টায় কলকাতায় নিজ বাসভবনে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।
এর আগে গত ২১ এপ্রিল ভোরে কবি শঙ্খ ঘোষ করোনায় আক্রান্ত হয়ে কলকাতার নিজ বাসভবনে মারা যান। তখনই তার স্ত্রীও করোনায় আক্রান্ত ছিলেন। গত ১৪ এপ্রিল কবি ও তার স্ত্রীর করোনা রিপোর্ট পজিটিভ আসে। কিন্তু শঙ্খ ঘোষ চাননি বাড়ির বাইরে গিয়ে চিকিৎসা করাতে। তাই করোনায় আক্রান্তের পর কবির বাড়িতে আইসিইউর পরিকাঠামো তৈরি করে সেখানে চিকিৎসা চলে। পরে তিনি মারা যান।
উল্লেখ্য, প্রতিমা ঘোষের জন্ম জলপাইগুড়িতে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় শঙ্খ ঘোষের সহপাঠী ছিলেন প্রতিমা। তিনি লেখিকা ছিলেন। তার লেখা বহু গ্রন্থ প্রকাশিত হয়েছে। প্রতিমা ঘোষ কলকাতার বিদ্যাসাগর কলেজে (মর্নিং) অধ্যাপনা করেছেন।