শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০২:১২ অপরাহ্ন

করোনায় দৈনিক মৃত্যুর ২৫ শতাংশই ভারতে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১
  • ১৩৩ বার

ভারতে ভয়াবহ আকার ধারণ করেছে করোনা মহামারি। দেশে বেড়েই চলেছে করোনায় আক্রান্তের সংখ্যা । বাড়ছে মৃত্যুও। করোনার দ্বিতীয় ঢেউইয়ে বিপর্যস্ত গোটা ভারত। হাসপাতালগুলোতে তৈরি হয়েছে অক্সিজেন সংকট। অক্সিজেন বিপর্যয়ে দেশটিতে বিপুল সংখ্যক মানুষের মৃত্যুও হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, এই মুহূর্তে করোনায় প্রতিদিন গোটা বিশ্বে যত মৃত্যুর ঘটনা ঘটছে, তার ২৫ শতাংশই ভারতের।

করোনায় সর্বশেষ ২৪ ঘণ্টা বিশ্বে ১২ হাজার ৩০৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ভারতে মারা গেছেন ৩ হাজার ২৯৩ জন। সে হিসেবে প্রতিদিন বিশ্বে করোনায় যত মানুষের মৃত্যু হচ্ছে, তার প্রতি চারটির মধ্যে একটি ভারতের।

ভারতে এখন পর্যন্ত ১ কোটি ৮৭ লাখ ৬২ হাজার ৯৭৬ জন মানুষ করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন ২ লাখ ৮ হাজার ৩৩০ জন। তবে সংশ্লিষ্টরা বলছেন, করোনায় প্রকৃত আক্রান্তের সংখ্যা আরও বেশি।

ভারতের রাজধানী দিল্লি ও মহারাষ্ট্রে করোনা পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক। হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়েই চলছে। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালগুলো হিমশিম খাচ্ছে। দিল্লির হাসপাতালগুলোতে ব্যাপক অক্সিজেন সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় বিদেশ থেকে অক্সিজেন আমদানি করা হচ্ছে।

পরিস্থিতির মারাত্মক অবনতির মুখে ভারতের বিভিন্ন রাজ্যে রাত্রিকালীন কারফিউসহ বিভিন্ন কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। জোরদার করা হয়েছে টিকাদান কার্যক্রম। পাশাপাশি দেশটির হাসপাতালগুলোতে সেনবাহিনীর সদস্যদের সাহায্য করতে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে সেনাবাহিনীর জন্য মজুত করা অক্সিজেন হাসপাতালগুলোতে সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে।

বিশ্বে করোনায় মৃতের সংখ্যার হিসাব অনুযায়ী, এই মুহূর্তে শীর্ষে রয়েছে আমেরিকা। বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রটিতে করোনায় প্রাণ হারিয়েছেন ৫ লাখ ৭৫ হাজার ১৯৩ জন। দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে প্রাণ হারিয়েছেন ৪ লাখ ১ হাজার ১৮৬ জন। তৃতীয় স্থানে রয়েছে মেক্সিকো। দেশটিতে প্রাণ হারিয়েছেন ২ লাখ ১৬ হাজার ৪৪৭ জন। আর তালিকায় এই মুহূর্তে বিশ্বতালিকায় চতুর্থ স্থানে ভারত। দেশটিতে প্রাণ হারিয়েছেন ২ লাখ ৮ হাজার ৩৩০ জন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com