শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ১১:২৮ অপরাহ্ন

‘সন্ত্রাসী হামলা’য় নাইজারে ১৫ সৈন্য নিহত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ১২৯ বার

আফ্রিকার দেশ নাইজারে সেনাবাহিনীর একটি পোস্টে ‘সন্ত্রাসী হামলা’য় ১৯ সেনা হতাহতের ঘটনা ঘটেছে। দেশটির ১৫ সেনা সদ্য নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪ জন। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়েছে, গত মঙ্গলবার পশ্চিম আফ্রিকার দেশটির দক্ষিণপশ্চিমাঞ্চলীয় তিলাবেরিতে এ হামলার ঘটনা ঘটে। গতকাল বুধবার নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে হতাহতের এ খবর জানায়।

বিবৃতিতে বলা হয়েছে, নিহত সৈন্যরা জঙ্গিবিরোধী বিশেষ অভিযান ‘আলমাহাউ’র অংশ ছিল। গত মঙ্গলবার বিকেলে মোটরসাইকেলে করে আসা সশস্ত্র কজন ‘সন্ত্রাসী’ তাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় দুপক্ষে ব্যাপক গোলাগুলিতে বেশ কয়েকজন হামলাকারীও নিহত হয়েছেন। বাকিরা পিছু হটে উত্তর দিকে চলে যায়। তাদের অনুসরণ করা হচ্ছে।

এর দুদিন আগে অর্থাৎ গত রোববার তিলাবেরির নিকটবর্তী তাহৌয়া অঞ্চলে বন্দুকধারীদের আরেকটি হামলায় ১৬ সৈন্য নিহত হয়েছিল।

উল্লেখ্য, ২০১৮ সালে মালির ঘাঁটিগুলো থেকে সীমান্ত পেরিয়ে নাইজারের এই অঞ্চলগুলোতে হামলা চালানো শুরু হয়। আল কায়দা ও ইসলামিক স্টেটের সঙ্গে সম্পর্কিত জঙ্গিরা এই হামলা চালায়। এরপর থেকে তাদের একের পর এক আক্রমণে নাইজারের কয়েকশ সৈন্য ও বেসামরিক নিহত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com