দিন যত যাচ্ছে, ভারতে চিতার সংখ্যা বাড়ছে, চিতার উপর ফের চিতা জ্বালিয়ে পোড়ানো হচ্ছে মৃতদের। করোনাভাইরাসে আক্রান্ত মানুষের মৃত্যু নাকাল করে দিয়েছে দেশটিকে। প্রতিদিন হাজার হাজার মানুষের লাশ পোড়াতে পোড়াতে ক্লান্ত হয়ে পড়েছে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরাও। এমন অনেক লাশ পড়ে আছে যে লাশের কোনো ওয়ারিশও খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই তালিকায় যুক্ত হলো আরও ৪২০৫ লাশ।
গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে আরও ৪ হাজার ২০৫ জনের। যা এ যাবৎকালের রেকর্ড প্রাণহানি। আজ বুধবার সকালে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর দিয়েছে দেশটির নির্ভরযোগ্য গণমাধ্যম এনডিটিভি। অন্যদিকে দৈনিক সংক্রমণের সংখ্যাও ফের বেড়ে দাঁড়িয়েছে সাড়ে তিন লাখের কাছাকাছি।
বুধবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩ লাখ ৪৮ হাজার ৪২১ জন। যা মঙ্গলবারের তুলনায় প্রায় ১৯ হাজার বেশি। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ৩৩ লাখ ৪০ হাজার ৯৩৮ জন।
গত শনিবার ও রোববার করোনায় ভারতে দৈনিক মৃত্যু ৪ হাজার ছাড়িয়েছিল। তবে সোমবার ও মঙ্গলবার সেই সংখ্যা বেশ কিছুটা কমে এলেও বুধবার ফের চার হাজার ছাড়িয়েছে দৈনিক মৃত্যুর সংখ্যা। দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫৪ হাজার ১৯৭ জনে।