মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৯ অপরাহ্ন

তীব্র গরমে অনুশীলনের কারণ জানালেন মানিক-সুফিল

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৭ মে, ২০২১
  • ১৪১ বার

ঈদের আগে পরে তাপমাত্রা কিছুটা কমলেও এখন তা আবার আগের মতোই বেড়ে চলছে। গতকাল থেকে রাজধানীসহ আশেপাশের এলাকাগুলোতে তাপমাত্রা ৩৮-৩৯ ডিগ্রি সেলসিয়ারে ওঠা-নামা করছে। এমন তীব্র গরমের মধ্যেও সোমবার সকাল ১০টায় থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুশীলন শুরু করে কাতার সফরের জন্য জাতীয় দলে ডাক পাওয়া ৩২ জন ফুটবলার। তীব্র গরমের কারণে বেশ কয়েকবার পানি পান করতে দেখা যায় ফুটবলারদের।

সকালের অনুশীলনে যোগ দিয়েছেন জাতীয় দলের প্রধান কোচ জেমি ডেও। ইংল্যান্ড থেকে ফিরে নির্ধারিত সময় কোয়ারেন্টিন কাটিয়ে অনুশীলনে যোগ দেন তিনি। তবে এতো গরমের মাঝে অনুশীলনের কারণ জানান জাতীয় দলের মিডফিল্ডার মানিক হোসেন মোল্লা। তিনি বলেন, ‘কাতারে অনেক গরম। আমাদের এখান থেকে অনেক বেশি। ওখানে গিয়ে মানিয়ে নিতে হবে আমাদের। তাই এখানে গরমের মধ্যে অনুশীলন করলে ওখানে গিয়ে মানিয়ে নিতে সহজ হবে।’

কন্ডিশনিং ক্যাম্পে আরও ভালো অনুশীলনের কথা জানিয়ে তিনি বলেন, ‘আসলে খেলাটাই এমন, আমরা যেখানে খেলি সেটা কারো চোখে পড়ে না। আমরা হার্ড ওয়ার্ক করি, টিমকে বাঁচানোর চেস্টা করি। যারা গোল করে তাদের সাথে জয়েন করি। ওয়ান, টু, প্লাস ফুটবল আমাদের জন্য বেটার। যতদিন পারি ততদিন এই সিম্পল খেলাটাই খেলার চেস্টা করব। আমাদের পজিশনই সিম্পল।’

এদিকে, বসুন্ধরা কিংসের হয়ে নিয়মিত মাঠ মাতানো মাহবুবুর রহমান সুফিলও একই সুরে বলেন, ‘আমরা জানি কাতারে অনেক গরম। সেখানকার বাতাসেও অনেক গরম থাকে। তাই এই আবহাওয়ায় অনুশীলন আমাদের উপকার দিবে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com