বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসের পাতায় জ্বলজ্বল করছে অসংখ্য রেকর্ড। শ্রীলংকার বিপক্ষেও অনেক রেকর্ড গড়া হয়েছে। কিন্তু লংকানদের বিপক্ষে একটি রেকর্ড এখনো নিজেদের করে নিতে পারেননি টাইগাররা। সেটি হলো ওয়ানডে সিরিজ জয়। প্রায় ১৯ বছর ধরে শ্রীলংকার বিপক্ষে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ খেলে আসছে বাংলাদেশ। বর্তমানে নবম দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ খেলছে দুই দল। ২০০২ সালের আগস্ট থেকে খেলে আসা গত আটটি সিরিজের মধ্যে একটিতেও জয়ের রেকর্ড নেই বাংলাদেশের।
অবশ্য দুটি সিরিজে ড্র করার গৌরব রয়েছে। এবার লংকানদের প্রথম ওয়ানডে সিরিজ জয়ের অপেক্ষা। আজ দ্বিতীয় ওয়ানডেতে সফরকারীদের হারাতে পারলেই নতুন ইতিহাস গড়বে বাংলাদেশ। কেননা প্রথম ওয়ানডেতে ৩৩ রানের জয় তুলে নিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে লাল-সবুজের জার্সিধারীরা। আজ আরেকটি সাফল্য হাতছানি দিচ্ছে তাদের। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বেলা ১টায় বাংলাদেশ-শ্রীলংকার মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি শুরু হবে। তবে দ্বিতীয় ওয়ানডেতে প্রকৃতি বাধা হয়ে দাঁড়াতে পারে। বঙ্গোপসাগরে সৃষ্ট ‘ইয়াস’
নামের ঘূর্ণিঝড়ের প্রভাবে ঢাকায় আজ বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী বাংলাদেশ-শ্রীলংকার ম্যাচ চলাকালীন (বেলা ১টা থেকে রাত ৯টা) ঢাকায় বেশ কয়েকবার বৃষ্টি হতে পারে। এতে খেলায় বিঘœ ঘটতে পারে।
শ্রীলংকার বিপক্ষে আজ ৫০তম ওয়ানডে ম্যাচ খেলছে বাংলাদেশ। মিরপুরের মাঠে অতীত রেকর্ড বেশ উজ্জ্বল লংকানদের। তবে গত ছয়টি ম্যাচের মধ্যে তিনটিতেই হেরেছে। এ ধারা অব্যাহত থাকলে তাদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের অপূর্ণতা ঘুচবে বাংলাদেশের। বর্তমান শ্রীলংকার দলটির তুলনায় বাংলাদেশ অভিজ্ঞতায় এগিয়ে। তবে প্রথম ম্যাচে টপ অর্ডারে তামিম ছাড়া লিটন, সাকিব ব্যাটিংয়ে নিজেদের মেলে ধরতে পারেননি। মোহাম্মদ মিঠুনও ব্যর্থ হয়েছেন। অভিজ্ঞ মুশফিক ও মাহমুদউল্লার ব্যাটেই লড়াকু স্কোর পায় বাংলাদেশ। অবশ্য বোলিংয়েও কিছুটা ভুগতে হয়েছে বাংলাদেশকে। লংকানদের পক্ষে হাসারাঙ্গা লড়াই জমিয়ে তোলার চেষ্টা করেছিলেন।
ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং নিয়ে কিছু অসন্তুষ্টি থাকলেও সব মিলিয়ে শ্রীলংকার বিপক্ষে আজ দ্বিতীয় ম্যাচেও এগিয়ে থাকবে বাংলাদেশই। এমনটাই ধারণা করা হচ্ছে। প্রথম ম্যাচের জয়টি আজ আত্মবিশ্বাসের বাড়তি জ্বালানি হিসেবেই কাজ করবে টাইগারদের। ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছেন, প্রথম ম্যাচে জয় তুলে নিয়েই তাদের কাজ শেষ হয়ে যায়নি। সিরিজের বাকি দুটি ম্যাচে নিজেদের ফুটিয়ে তুলতে হবে। ২০১৯ আইসিসি ওয়ানডে বিশ্বকাপের পর পরই তামিমের নেতৃত্বে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে গিয়েছিল বাংলাদেশ।
তামিম ছিলেন ভারপ্রাপ্ত অধিনায়ক। ওই সিরিজের প্রতিটি ম্যাচেই হেরেছে বাংলাদেশ। প্রায় দুই বছরের ব্যবধানে এবার বাংলাদেশ সফরে এসেছে শ্রীলংকা। ওয়ানডে দলের অধিনায়ক তামিম জানিয়েছেন, লংকানদের বিপক্ষে প্রতিশোধ নয়, সিরিজের প্রতিটি ম্যাচে জয় তুলে নিতে চান। জয় দিয়েই সিরিজে যাত্রা করেছেন তারা। এবার সিরিজ জয়ের পালা। আজ শ্রীলংকার বিপক্ষে জিততে পারলে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের সুপার লিগের শীর্ষে উঠে যাবে চার নম্বরে থাকা বাংলাদেশ। এই সুপার লিগের সাত ম্যাচ খেলে চারটিতে জয় পেয়েছেন টাইগাররা। বাংলাদেশের অর্জন ৪০ পয়েন্ট। সুপার লিগের চার ম্যাচ খেলে এখনো জয়ের দেখা পায়নি শ্রীলংকা।